parbattanews

বান্দরবানে করোনা চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হচ্ছে কাল

বান্দরবান সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনটি হাই ফ্লো নাজাল ক্যানুলা যুক্ত এই সেবার উদ্বোধন করবেন।

করোনার দ্বিতীয় ধাপের আগাম প্রস্তুতি হিসেবে এই যন্ত্রের উদ্বোধন করা হচ্ছে। এর আগে করোনা আক্রান্ত রোগীরা যাতে অক্সিজেন সমস্যায় না পড়েন সে কথা বিবেচনা করে পার্বত্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছিলেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নয়ন কান্তি দাশ বলেন, সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। অক্সিজেন প্ল্যান্ট চালু হলে ৫০ শয্যার করোনা ইউনিটে রোগীদের অক্সিজেনের আর সংকট হবে না।

এদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে করোনা তথ্য অনুযায়ী গত মাসে জেলায় ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু চলতি মাসের (১১ এপ্রিল) পর্যন্ত ১২ দিনে ৩৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় ৪৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ১০ জন বান্দরবান সদর হাসপাতাল এবং ৩৪ জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Exit mobile version