parbattanews

বান্দরবানে কর্মসংস্থান ব্যাংক চুরি, গুরুত্বপূর্ণ নথিপত্র উধাও

index

মোঃ কামরান ফারুক, বান্দরবান

বুধবার মধ্যরাতে বান্দবান বাজারস্থ মাষ্টার শপিং কমপ্লেক্সের ২য় তলায় কর্মসংস্থান ব্যাংক বান্দরবান শাখায় চুরির ঘটনা ঘটেছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক অরুন বিকাশ ধর জানান, রাতের যেকোন এক সময়ে সংঘবদ্ধ একটি চোরের সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে। রাতে ব্যাংকের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্র, আলমারি, ক্যাশ বক্স ভাংচুর করে। ব্যাংক থেকে কোন নগদ অর্থ খোয়া না গেলেও সংরক্ষিত বেশ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

বান্দরবান সদর থানার এস আই আবদুর রহিম জানান, এ ঘটনায় বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে দূর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা এবং ঈদুল আযহা উপলক্ষ্যে শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্তু ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা জনমনে আতংকের সৃষ্টি করেছে।

Exit mobile version