parbattanews

বান্দরবানে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে দৈনিক কালের কণ্ঠ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার(১০ জানুয়ারি) পৌর মিলনায়তনে শুভসংঘ, বান্দরবান জেলা শাখার আয়োজনে বাংলাদেশের সংবাদপত্র ও সাম্প্রতিক চ্যালেঞ্জ সমূহ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মাসিক চিম্বুক সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি এনামুল হক কাশেমী, বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বান্দরবানে কালের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু।

আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। অনুষ্ঠানে বক্তারা কালের কণ্ঠ’র অগ্রযাত্রা ও মঙ্গল কামনা করেন।

তারা বলেন, প্রগতিশীল দৈনিক কালের কণ্ঠ ইতিমধ্যেই পাঠক প্রিয়তা অর্জন করেছে। অগ্রসর পাঠকের দৈনিক কালের কণ্ঠ সমাজের সকল ভালো কাজের সঙ্গে থাকবে। সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন বক্তারা।

Exit mobile version