বান্দরবানে কেএনএফ’র নিহত দুই সদস্যের লাশ উদ্ধার


বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নিহত দুই সদস্যের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সুয়ালক শ্যারণ পাড়া গ্রামের পেন খুপ বমের ছেলে লাল নু বম (২২) ও অপরজন একই ইউনিয়নের বেথনী পাড়া গ্রামের জার থাং বমের ছেলে থাং পুই বম (১৪)।
স্থানীয়রা জানান, সকালে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থান টের পেয়ে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় যৌথবাহিনী সঙ্গে সংঘর্ষে কেএনএফের দুই সদস্য নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে কেএনএফের দুই সদস্যদের লাশ উদ্ধার করে
বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।