বান্দরবানে কেএনএফের মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ইউপিডিএফ

বান্দরবানের বিচ্ছিন্নবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের মিথ্যাচার ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফ গনতান্ত্রিক সংগঠন।
বুধবার (১৭ মে) সকালে বালাঘাটা ইউপিডিএফ গণতান্ত্রিক নিজ কার্যালয়ে ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রেস বিবৃতিতে বলা হয়, দুই বছর ধরে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনটি বান্দরবানের স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। কিন্ত বিগত দুই মাস ধরে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বিরুদ্ধে নিজস্ব ফেসবুক পেজে অপপ্রচার ও মনগড়া সংবাদ প্রচার করে যাচ্ছে বিছিন্নতাবাদী সংগঠন কেএনএফ । নিজেদের সংগঠনকে জনপ্রিয়তা পাওয়ার লোভে মিথ্যার প্রচারের মাধ্যমে বুলি আওড়ে যাচ্ছে।
তাছাড়া রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বিভিন্ন গ্রামে গুলোতে মারমা, তংচঙ্গ্যা,খিয়াং, ত্রিপুরা,মুরুং এমনকি নিজেদের বম জনগোষ্ঠির উপর এমন নিপীড়ন চালিয়েছে যা বান্দরবানে জনগণ আজ কেএনএফ বিরুদ্ধে অতিষ্ঠ। তাই কেএনএফ সংগঠনটি প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠন।
সম্মেলনে জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মংপু মারমা (হেডম্যান), সাধারণ সম্পাদক উবামং মারমা, কমিটি সদস্য উমংপ্রু মারমা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: