parbattanews

বান্দরবানে খামার বাড়ি থেকে ব্যবসায়ী অপহরণ

ব্রাশ ফায়ার করে নওমুসলিম মসজিদের ইমামকে হত্যার পর ঘটনার শেষ না হতেই বান্দরবানে এক ব্যবসায়ী অপহরণের অভিযোগ উঠেছে।

নুরুল হক (৫০) নামে ওই ব্যবসায়ীকে শুক্রবার (১৮ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকায় নিজ খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়।

অপহৃতের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে অস্ত্রধারী ৫ জন পাহাড়ি সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়িতে এসে নুরুল হকসহ দুজন কর্মচারীকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে নুরুল হককে নিয়ে যায় সন্ত্রাসীরা।

নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন জানান, পাহাড়ি সন্ত্রাসীরা দুজন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেঁধে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানি না। এই ঘটনায় শনিবার বিকেলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

নুরুল হক সাতকানিয়ার খাগরিয়া এলাকার বাসিন্দা। সে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাস মুরগী মাছের প্রজেক্ট করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরণের সংবাদ শুনেছি। অভিযোগে ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version