parbattanews

বান্দরবানে গাড়ি দুর্ঘটনায় বুয়েটের ৩ কর্মচারী নিহত

বান্দরবা‌নের থান‌চির জীবন নগ‌রে পর্যটকবাহী গাড়ী গভীর খা‌দে প‌ড়ে নিহতের সংখ্যা বে‌ড়ে দাড়া‌ল ৩ জ‌নে। এঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রো ৬ জন।

নিহতরা হ‌লেন, মঞ্জুরুল, হামিদুল ইসলাম ও জয়নাল।

আহত ৬ জ‌নের ম‌ধ্যে প্রশাস‌নের সহ‌যো‌গিতায় গুরুত্বর আহত মিলন, ফারুক, রাজিব, ফয়সাল এ চারজনকে চট্টগ্রাম মে‌ডিকেলে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এছাড়া আবদুল মা‌লেক ও অ‌হিদুজ্জামান‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে।

নিহত ও আহতরা সবাই বাংলা‌দেশ প্রকৌশল বিশ্ব‌বিদ্যাল‌য়ের নিরাপত্তা কর্মচারী।

বৃহস্প‌তিবার (২৬‌ মে) সকাল সা‌ড়ে ১০টার সময় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ, বি‌জি‌বি ও স্থানীয়রা জানায়, ঢাকার থে‌কে ৯ জ‌নের এক‌টি দল মাই‌ক্রো নি‌য়ে বান্দরবানে আ‌সে। সকা‌লে বান্দরবান থে‌কে তারা থান‌চি যাবার প‌থে জীবন নগর নামক স্থা‌নে গাড়ী‌টি প্রায় ৩শ ফুট গভীর খা‌দে প‌ড়ে যায়। এসময় ঘটনাস্থ‌লেই একজন মারা যায়। এসময় আহ‌ত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে প্রেরণ করার সময় প‌থে একজন ও হাসপাতা‌লে নেয়ার প‌রে আরো ২ জন মারা যায়। আহত‌দের ম‌ধ্যে চারজ‌নের অবস্থা আশংকাজনক হওয়ায় ৪জন‌কে চট্টগ্রাম নিয়ে যাওয়া হ‌য়ে‌ছে। বাকি দু’জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান জানান, পর্যটকবাহী গাড়ী খা‌দে প‌ড়ে ৩ জন নিহত ও ৬ জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে ৪ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তা‌দের‌কে চট্টগ্রাম পাঠা‌নো হ‌য়ে‌ছে। এছাড়া ২ জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে।

Exit mobile version