parbattanews

বান্দরবানে চলছে জুম খাজনা আদায় উৎসব

বান্দরবানে বিভিন্ন মৌজায় চলছে ঐতিহ্যবাহী জুম খাজনা আদায়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা মৌজায় এই জুম খাজনা আদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুমিয়াদের কাছ থেকে খাজনা বাবদ একর প্রতি ৬ টাকা ৫০ পয়সা, উপঢৌকন হিসেবে দেশি মুরগি, পাহাড়িদের তৈরি এক বোতল মদ এবং নজরানা হিসেবে ৫০০ টাকা আদায় করা হয়।

তবে নজরানা হিসেবে টাকার পরিমাণ মৌজার এলাকাভেদে কমবেশি হয়ে থাকে। আদায়কৃত খাজনার একটা অংশ সার্কেল চিফ বা রাজার কাছে হস্তান্তর করা হবে।

জুম খাজনা আদায়ের জন্য বোমাং রাজারা ১৮৭৫ সাল থেকে ‘রাজপূণ্যা উৎসব’ করে আসছে। তবে ১৯৯০-এ দশকে ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী মৃত্যুর পর দুই বছর রাজপূণ্যা হয়নি। এছাড়া ২০১৮ পর থেকে চার বছর ধরে রাজপূণ্যা অনুষ্ঠান পালন করা হচ্ছে না।

Exit mobile version