বান্দরবানে চার মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা চার মামলা আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বান্দরবান পৌরসভার ক্যং এর মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও প্রাণ নাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা দায়ের করে ছাত্র-জনতা। এরপর সেসব আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মামলার এজাহার নামীয় ২৪ নম্বর আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আবু তৈয়ব। তার নামে ৪টি মামলা হলেও এজাহার নামীয় ১টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
তিনি জানান, এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।