parbattanews

বান্দরবানে চোলাই মদসহ ৩ জন গ্রেফতার

বান্দরবান জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে ৩ মাদক চোরাকারবারীকে।

সোমবার (৩ফেব্রুয়ারি) নির্মানাধীন বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের প্রবেশ মুখে কাঁচা রাস্তার মাথা থেকে এসব চোলাই মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, চিহ্নিত মাদক চোরাকারবারীরা কৌশলে চোলাই মদ পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম এর নির্দেশনায় সুয়ালক এলাকায় অভিযান চালায় ডিবি।

এসময় প্রায় ১শ লিটার চোলাই মদসহ তিনজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়। আটকৃতরা হলো- জেলা শহরের মাঝেরপাড়া এলাকার মংবা মারমার ছেলে অংচছিং মার্মা (৩৫), প্রু থোয়াই উ মারমার ছেলে অংখ্যাই মার্মা (৩০) ও মৃত মিদু মারমার ছেলে সা থোয়াই উ মার্মা (৫৩)।

জেলা গোয়েন্দা শাখার ওসি এএইচএম তৌহিদ কবির এর দিক-নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই জীবন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির জানান- অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের কাছ থেকে ১শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version