parbattanews

বান্দরবানে ছেলেধরা গুজবে পুলিশের জনসচেতনামূলক সভা 

ছেলেধরা গুজবে কান নাদিতে জনসচেতনতামূলক মাইকিং করেছে বান্দরবান জেলা পুলিশ। “গুজবে বিভ্রান্ত না হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার উপর গুরুত্ব দিয়ে মঙ্গলবার দুপুরে জেলা শহরে জনসচেতনামূলক সভা ও মাকিং করে।

এদিকে জেলা পুলিশের আয়োজনে বান্দরবান সদরের জীপ মাইক্রোবাস-কার মালিক সমিতির সভাকক্ষে এই সংক্রান্ত একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম মোবাশ্বের হোসেন, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. এনামুল হক ভুইয়া এসময় উপস্থিত ছিলেন।

এসময় সভায় বক্তারা বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না।
এদিকে জেলা শহর ছাড়াও প্রত্যেক থানা এলাকায় গুজবে কান না দিতে জনসচেতনা মূলক সভা ও মাইকিং করা হচ্ছে।

Exit mobile version