parbattanews

বান্দরবানে জেএসএস সদস্যকে গুলি

12776924_10207828867534909_1074275769_o

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমায় ঘুমন্ত অবস্থায় শৈহ্লা প্রু মারমা (৪৮) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সূত্র জানিয়েছে, জেএসএস’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেএসএস মঙ্গলবার দুপুরে রুমা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শৈহ্লা প্রু মারমাকে ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য আহত হওয়ায় চিকিৎসার পর বাড়িতেই অবস্থান করছেন তিনি। সোমবার রাত পৌনে ২টার দিকে রুমা বাজারে এ ঘটনা ঘটে। আহত শৈহ্লা প্রু মারমা জনসংহতি সমিতির রুমা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের সদস্য।

সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির রুমা উপজেলার সভাপতি লুপ্রু মারমা, জনসংহতি সমিতির নেতা মংমংসিং মারমা, মংশৈ প্রু, খিয়াং ও মংমে মারমা।

আহত শৈহ্লা প্রু মারমা জানান, তাকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মাঝরাতে ঘুমন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। দুর্বত্তদের ছোড়া তিনটি গুলি তার ডান হাতের বাহুতে লাগে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

Exit mobile version