parbattanews

বান্দরবানে ঝড়োবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ঝড়ো হাওয়া পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরোধান পাকা শুরু হওয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে এখন ধান কাটার ধুম পড়েছে। কিন্তু ঝড়োবৃষ্টির কারণে কৃষকরা পাকা ধান ঘরে তুলতে পারবে কিনা তা অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এবারে পরিবেশ প্রতিকুল হওয়ার পরও ফলন ভাল হয়েছে জানিয়েছে একাধিক কৃষক।

সরজমিনে দেখা যায়, প্রায় ধান ক্ষেতে ধান এখনো পাকেনি। যেসব এলাকায় ধান পেকেছে সেগুলো কাটতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। আরা যে সকল জমিতে লোকের অভাবে ধান কাঁটতে পারেনি ঝড়ো বাতাসে ধানের গোছা মাটিতে লুটিয়ে পড়েছে এবং মাটিতে লুটিয়ে পড়া গোছার প্রায় ধান ঝড়ে গেছে। এছাড়া চাষীদের কাঁটা ধানের স্তুপগুলো বৃষ্টির পানিতে ভিজে ধান নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।

একাধিক কৃষক জানান. কয়েকদিন যাবৎ থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এ কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এইভাবে আরো কিছু দিন বৃষ্টি হতে থাকলে পাকা ধান জমিতেই নষ্ট হয়ে যাবে এবং তাদের সকল আশা ধুলোয় মিশে যাবে।

Exit mobile version