parbattanews

বান্দরবানে টেলিটক ত্রি জির ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে টেলিটক ত্রি জির ভোগান্তিতে পড়েছে হাজারো গ্রাহক। পূর্বে কোন ম্যসেজ না দিয়ে ঘনঘন ত্রি জির নেট চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে ইন্টারনেট গ্রাহকরা।

সূত্র জানায়, ১৭ সেপ্টম্বর থেকে বান্দরবানে টেলিটক ত্রি জি শহর এলাকায় চালু করে। চালুর পর থেকে এ পর্যন্ত দশ বারের অধিক চার পাঁচ ঘন্টা করে বন্ধ থাকে।

এব্যাপরে বান্দরবান টেলিটক অফিসের ইনচার্জ প্রমোদ বড়ুয়া বলেন, চালুর পর থেকে শুধু মাত্র পরপর দুদিন কয়েক ঘন্টার জন্য নেট বন্ধ ছিল। মঙ্গলবার শহরের বালাঘাটায় ত্রি জি চালু করার জন্য ট্রান্সমিশন কয়েক ঘন্টার জন্য আর বুধবার ফেনী এলাকায় ফাইবার ক্যাবল তার কাঁটা পড়ায় নেট বন্ধ হয়ে আছে।

সুমন, রাজিব, মহসিনসহ একাধিক গ্রাহক বলেছেন ভিন্ন কথা। তারা বলেন, বেসরকারী অন্য কোম্পানীর চেয়ে ভাল মনে করে টেলিটকের ত্রিজি চালু করি। বান্দরবানে ত্রিজি চালুর পর থেকে কমপক্ষে ১০ বারের অধিক সময় ইন্টারনেটের নেট বন্ধ ছিল। এছাড়া ইন্টারনেটের ধীর গতির কারণে পেইজ খুলতে অনেক সময় লাগে।

Exit mobile version