বান্দরবানে তিনতলার কার্নিশে উঠে প্রতিবন্ধীর আত্মহত্যার হুমকি

fec-image

বাড়ির মালিকের অগোচরে তিনতলা ভবনের কার্নিশে উঠে পড়েন অং থোয়াইচিং প্রু মারমা (৩৬) নামে এক ব্যক্তি। পরে টাকা দাবি করে, না দিলে আত্মহত্যার হুমকি দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নামানোর চেষ্টাকালে কার্নিশ থেকে লাফিয়ে পড়েন থোয়াইচিং। তিনি মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসে খবর আসে জনৈক ব্যক্তি একটি বিল্ডিয়ে আটকা পড়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে পুরো বিল্ডিংসহ আশপাশের এলাকায় উৎসুক মানুষের ঢল নামে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনী। কিন্তু ঘটনাস্থলে দেখা যায় অংথোয়াইচিং কার্নিশে ঠাই দাঁড়িয়ে আছেন। উদ্ধারকর্মীরা তাকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার আহ্বান করলে তিনি বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ার হুমকি দেন।

এভাবে দীর্ঘ দুই ঘন্টা এমন ঘটনা চলার পর বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

কিন্তু যখনই অং থোয়াইচিংকে ধরে নিচে নামাবেন সেই মুহুর্তে তিন তলা থেকে ঝাঁপিয়ে পড়েন অং থোয়াইচিং।

মঙ্গলবার (১৩অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটেছে বান্দরবান পৌর শহরের বালাঘাটা ক্যউপ্রু বৈদ্যের বিল্ডিংয়ে। ঘটনার পর জানা যায়, আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী।

জানা গেছে, ঝাঁপিয়ে পড়ার পর গুরুতর আহত হন অং থোয়াইচিং মারমা। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন