parbattanews

বান্দরবানে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বিাপ

স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলার আলীকদমে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ উদ্ধারের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংগঠন জেএসএসের একটি সশস্ত্র গ্রুপ আলীকদমের করুরুকপাতা ইউনিয়নের বেগারপাড়া জড়ো হয়ে বড় ধরণের সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্থানীয় চাকমা পাড়া ঘিরে ফেলে। কিন্তু নিরাপত্তা বাহিনীর আসার খবর পেয়ে সন্ত্রাসীরা আগেই ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় বাসিন্দাদের দেখানো মতে, চাকমা পাড়া থেকে সামান্য দুরেএকটি জুম ঘরে তল্লাসী চালিয়ে দুইটি দেশী পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, চারটি বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, জেএসএস বান্দরবানের আলীকদম ও লামা এলাকা দিয়ে মিয়ানমারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে চাকমা বসতি গড়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। এ পরিকল্পনার অংশ হিসাবে সম্প্রতি জেএসএস আলীকদমে তাদের নানা ধরণের অপতৎপরতা বৃদ্ধি করেছে।

জানতে চাইলে আলীকদমে ভিডিপি মেনডং মুরুং পার্বত্যনিউজকে বলেন, অস্ত্রগুলো জেএসএসের হতে পারে। নির্বাচনের পর থেকে জেএসএস এই এলাকায় বিভিন্ন লোকদের উপর হুমকি, ধামকি ও চাঁদাবাজিসহ নানা অপতৎপরতা বৃদ্ধি করেছে।

এ বিষয়ে জানতে আলীকদম জেএসএসের সাধারণ সম্পাদক বাচিমঙের মোবাইল নম্বরে বারবার ফোন করলেও কোনো সংযোগ পাওয়া যায়নি।

Exit mobile version