parbattanews

বান্দরবানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণের প্রত্যয়

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম

বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্য নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনে মিলিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা সবাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী প্রজন্মকে একটি শিক্ষিত ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, দুনীতি দমন কমিশনের চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক রতন কুমার দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন।

Exit mobile version