parbattanews

বান্দরবানে দূষিত পানি বিক্রির অপরাধে ফ্রেন্ডস ট্রেডার্সকে জরিজানা

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

দূষিত পানি বিক্রির অপরাধে বান্দরবানে বিশুদ্ধ পানীয় জল প্রতিষ্ঠান ফ্রেন্ডস ট্রেডার্সে অভিযান চালিয়ে সিলগালা ও জরিজানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(৮ অক্টোবার) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স এর নেতৃত্বে পৌর এলাকার বিশুদ্ধ পানীয় জল প্রতিষ্ঠান ফ্রেন্ডস ট্রেডার্সে অভিযান চালায়।

প্রতিষ্ঠানটিতে কোন টেকনেশিয়ান না থাকায় ও পানির জারে দূষিত পানি পাওয়ায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করার নির্দেশ দেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স বলেন, প্রতিষ্ঠানটিতে কোন টেকনেশিয়ান নাই। কিভাবে পানি বিশুদ্ধ করা হচ্ছে এ বিষয়ে কেউ কোন ধারনা দিতে পারে নাই।

এছাড়া বোতলজাত পানিতে দূষিত পানি পাওয়ায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে। এর আগে জেলা আইন শৃঙ্খলা সভায় কয়েকবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আসে।

Exit mobile version