parbattanews

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পাঠ্য বই বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের সুয়ালকে অবস্থিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যালয়ে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ওই পাঠ্য বই বিতরণ করা হয়।

বিভিন্ন শ্রেণীর ১০জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে নতুন শিক্ষাবর্ষের ব্রেইল পাঠ্য বই ও ইলেকট্রনিক্স টকিং ডিভাইজ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।

এসময় জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিল্টন মুহুরী ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদারসহ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ব্রেইল বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। দেশের সম্পদ, তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা হলে তারা দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দিতে পারবে। পরে জেএসসি/জেডিসি ও পিইসি পরীক্ষার্থীদের ভাল ফলাফল করায় তাদেরকে মিষ্টি বিতরণ করেন।

Exit mobile version