বান্দরবানে চোলাই মদসহ আটক ১

fec-image

বান্দরবানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি হলেন মোঃ আব্দুল হক(৪২)।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে বান্দরবান সদর পৌরসভা ৯নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস স্টেশন থেকে থাকে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার থানা-কর্ণফুলী ৩নং ওয়ার্ড শিকলবাহা ইউপি (কর্ণফুলি নতুন ব্রিজের পাশে) এর আব্দুল লতিফের ছেলে।

সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানাধীন বান্দরবান সদর পৌরসভা ৯নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস স্টেশনের পূর্বাণী বাস টিকেট কাউন্টারের সামনে রাস্তার উপর একজন লোক দেশীয় চোলাই মদ নিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানা পুলিশ গিয়ে তার কাছে তল্লাশি করলে তার কাছ থাকে কাপড়ের ব্যাগের ভিতর ১০টি সাদা পলিথিনে মোড়ানো ১০ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে দেশীয় মদ বান্দরবান জেলার বিভিন্ন জায়গা হতে কম দামে ক্রয় করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গাতে বেশি দামে বিক্রি করে আসছে। যার অনুমানিক মূল্য ৩৫০০ টাকা বলে জানা যায়।

বান্দরবান সদর থানার উপ -পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, চোলাই মদ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন