parbattanews

বান্দরবানে নবান্ন উৎসব পালন করলো পাহাড়ের খেয়াং সম্প্রদায়

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উৎসবের উদ্বোধন করেন

বান্দরবানে নেচে-গেয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করলো পাহাড়ের খিয়াং সম্প্রদায়। পাহাড়ে জুম কাটার পর শনিবার (২ নভেম্বর) এই উৎসব পালন করে সম্প্রদায়টি। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার গুংড়–পাড়ায় বর্নাঢ্য উৎসবের আয়োজন করা হয়। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।

এ সময় তার সাথে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূজার মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুরু করে খিয়াং সম্প্রদায়

জুম কাটার পর বুগেলেমা (খেয়াং ভাষা) পূজার মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুরু করে খিয়াং সম্প্রদায়। পরে জুমের ফসল প্রদর্শন, পিঠা উৎসব ও ঐতিহ্যবাহী নৃত্যের মধ্যে দিয়ে নেচে-গেয়ে উৎসব পালন করে সম্প্রদায়ের নারী-পুরুষ। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উৎসবের আয়োজন করে।

Exit mobile version