parbattanews

বান্দরবানে নানা আয়োজনে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত

সরস্বতী পূজা

নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)পূজা উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পাড়া মহল্লায় চলছে জ্ঞান ও বিদ্যা দেবী সরস্বতীর পূজা অর্চনা।

বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। পূজাকে ঘিরে সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের পূজা আর্চনায় ভক্তরা সমবেত হয়ে প্রার্থনায় মিলিত হয়।

এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজন করা হয়। নানা ধর্মীয় আচার অুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চলে।

শুক্রবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের বিভিন্ন মণ্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি হবে।

Exit mobile version