বান্দরবানে নিখোঁজের দুইদিন পর লাশ উদ্ধার
বান্দরবানে লামায় নদীতে ডুবে গিয়ে নিখোঁজের ২ দিন পর মাতামুহুরী নদী থেকে মংম্রাছিং মার্মা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে বমু বিলছড়ি ইউনিয়নের বমুরমুখ মাতামুহুরী ব্রীজে নদীর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মংম্রাছিং মার্মা (২৮), লামা গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট বমু মার্মা পাড়ার উথোয়াইচিং মার্মার ছেলে।
সত্যতা নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাফায়েত হোসেন জানান, নিখোঁজের পর থেকে গত ২ দিন ধরে লামা ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালায়। অবশেষে দুইদিন চেষ্টা চালিয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশ চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় দুই বন্ধু একসাথে বমু বিলছড়ি পূবপাড়া হতে মাতামুহুরী নদী সাঁতার দিয়ে বমু পারাপারে সময় মংম্রাছিং মার্মা পানিতে ডুবে নিখোঁজ হোনৃ।