parbattanews

বান্দরবানে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে সাংষ্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ

 

লামা প্রতিনিধি:

বাংলাদেশ নিরাপত্তাবাহিনী বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠির জনসাধারণের মাঝে সাংষ্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করেছে। নিরাপত্তা বাহিনীর বান্দরবান রিজিওনের উদ্যোগে মঙ্গলবার সকালে সদর উপজেলার হাতিভাঙা ত্রিপুরা পাড়ায় এসব সাংষ্কৃতিক বাদ্যযন্ত্র প্রদান করা হয়। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিওন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পাড়াবাসির হাতে এসব সাংষ্কৃতিক বাদ্যযন্ত্র উপহার হিসেবে তুলে দেন।

হাতিভাঙা ত্রিপুরা পাড়ার কারবারী বাদুহা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংষ্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান সেনা রিজিওনের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর আবু সাঈদ মো. মেহেদী হাসান, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকে।

বিগ্রেড ও রিজিওন কমান্ডার হাতিভাঙা ত্রিপুরা পাড়ায় পৌঁছলে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বান্দরবান জেলা শাখা শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Exit mobile version