বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পার্বত্য চট্টগ্রামে সকল ষড়যন্ত্র প্রতিহত করে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে ঐক্যবদ্ধ হন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির আয়োজনে বান্দরবানের একটি হোটেলের হল প্রাঙ্গণে এই শান্তি চুক্তি দিবস উদযাপন করা হয়।
ইউনাইটেড পিপল ডেমোক্রেটিব ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রুমং মারমা।
অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা বলেন, ‘সকল জাতি গোষ্ঠীর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। যার একটি অংশ হচ্ছে এই শান্তি চুক্তি। আমরা চাই শান্তি চুক্তি বাস্তবায়ন হোক এবং পাহাড়ের শান্তি ফিরে আসুক। তাই সকল অপশক্তিকে প্রতিহত করে তিন পার্বত্য জেলায় সকল জুম্ম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
পরিশেষে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির পক্ষ থেকে প্রায় ১৫০ জন গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।