বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্য দায়িত্ব গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান থানজামা লুসাই দ্বায়িত্ব গ্রহন করেছেন। একই সাথে নতুন গঠিত ১৫ জন পরিষদ সদস্যের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা পরিষদ সভা কক্ষে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সভাপতিত্বে স্বাক্ষরিত মাধ্যমে দ্বায়িত্বভার গ্রহন করেন নবগঠিত ১৫ জন সদস্য।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১৯৮৯ সালে প্রণীত পৃথক আইন অনুযায়ী, এই পরিষদে বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী, ৩জন বাঙালিসহ ১ জন মহিলা সদস্যের পদে দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হয় । পরে সেসব সদস্যদের ফুলের মাধ্যমে বরণ করে নেন সংশ্লিষ্টরা।
নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে গুরুত্বপূর্ণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন- রাজুময় তচঙ্গ্যা, ম্যা ম্যা নু মারমা, এডভোকেট উবাথোয়াই মারমা, উমং চিং মারমা, খামলাই ম্রো, মংএ চিং চাক, সানাই প্রু ত্রিপুরা, লালজার লম বম, নাফ্রাং খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, এডভোকেট মাধবী মারমা ও খুরশিদা ইসহাক।
নবনিযুক্ত চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, “সম্প্রীতির কোনো বিকল্প নাই। পার্বত্য জেলা হোক সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতি প্রতিষ্ঠা করবো।
তিনি বলেন, পার্বত্য এলাকায় যারা শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে কর্মস্থল তৈরী করার মুল লক্ষ্যে। তাই পাহাড়ে উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং এ পরিষদের প্রতি আস্থার পরিবেশ সৃষ্টির জন্য কাজ করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়।