বান্দরবানে পাহাড় থেকে আরও ৫ জঙ্গি গ্রেফতার

fec-image

পাবর্ত্য জেলা বান্দরবান থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আরও ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১১ জানুয়ারি) রাতে জেলার রোয়াংড়ছড়ি ও থানচি উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ সদরস্থ র‍্যাব কার্যালয়ে লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে আটককৃত জঙ্গিদের বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন- নিজামুদ্দিন হিরণ ওরফে ইউসুফ(৩০), সালেহ আহমেদ ওরফে সাইহা(২৭), মো সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন(৩০), মো. বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু (২১) এবং ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।

এদেরমধ্যে ইমরান কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ৮ তরুণের একজন এবং সাদিকুর রহমান সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ তরুণের একজন। নিখোঁজ ৫৫ জনের তালিকায় গ্রেফতারকৃত সকলের নাম রয়েছে।

র‍্যাব জানায় গ্রেফতারকৃতরা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাংগঠনিক ব্যবস্থাপনায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র ও সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর কাছে প্রশিক্ষণ নিতে পাবর্ত্য জেলা বান্দরবানের দুর্গম গহীন জঙ্গলে আসে।

সন্ত্রাসী সংগঠন কেএনএফ তাদের বিভিন্ন ক্যাম্পে এসব জঙ্গিদের প্রশিক্ষণ প্রদান করে আসছিল। এ পর্যন্ত কেএনএফ তাদের বিভিন্ন ক্যাম্পে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫০ এর বেশি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেছে।

ভবিষ্যতেও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পার্বত্য বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে র‍্যাব ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, জঙ্গি, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন