parbattanews

বান্দরবানে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চতুর্থ ধাপে আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটানিং অফিসার মো. রেজাউল করিম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ইসলাম বেবীকে নৌকা প্রতীক, বিএনপি প্রার্থী জাবেদ রেজাকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে লাঙ্গল প্রতীক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিনকে নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী বিধান লালাকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ প্রার্থী অংশ নিচ্ছে ।

বান্দরবান পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবানে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ।

প্রসঙ্গত বান্দরবান পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে । পুরো এলাকায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন ।

Exit mobile version