parbattanews

বান্দরবানে পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

পৌরসভা নির্বাচনে সরগরম এখন বান্দরবান। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার নয়টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার। জোরেশোরে চলছে মাইকিং। ভোটারের ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের আত্মীয় স্বজন সহকর্মী-সমর্থকরা।

বুধবার (৩ ফেব্রুয়ারি ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবী প্রচারণা চালিয়েছেন হাজীপাড়া, ব্রিগেড এলাকা, রোয়াংছড়ি স্টেশন এলাকাসহ দুই নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকাগুলোতে। সাথে ছিলেন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু তাহের (পাঞ্জাবী), সংরক্ষিত ১.২.৩ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিপিকা রানী তঞ্চঙ্গা (আনারস)সহ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জাবেদ রেজা জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে প্রচারণায় মাঠে কাজ করছে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটায় প্রচার-প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন তার ছোট ভাই ছাত্রনেতা জাহেদুল হক।

পার্বত্য নাগরিক পরিষদ মনোনীত নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম প্রচারণা চালিয়েছেন পাহাড়ি অধ্যুষিত উজানীপাড়া, মধ্যমপাড়া, মুসলিম পাড়াসহ ৫নং ওয়ার্ডের আশপাশের এলাকাগুলোতে। এ সময় তার সাথে ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান প্রচারণা চালিয়েছেন বান্দরবান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে।

এদিকে মেয়র প্রার্থীদের মতোই নির্বাচনী এলাকাগুলো চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। ঘরে বসে নেই প্রার্থীদের আত্মীয়স্বজনরাও।

রাতদিন সমানতালে ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন ভোটারের ঘরে ঘরে। পাড়া, মহল্লা এবং হাট-বাজারের আড্ডায় নির্বাচনী আলাপ-আলোচনায় ঝড় উঠছে চায়ের কাপে। প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা।

নির্বাচন অফিসের তথ্যমতে, আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রাথী।

অপরদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন ২৯ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত আসনের তিনটি পদে ৭ জন নারী প্রার্থী।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।

এখনও পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version