বান্দরবানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
বান্দরবানে স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলার ৩নং গোয়ালিয়াখোলা ইউনিয়নের এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাদন চন্দ্র সুশীলের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে এলাকার ছাত্র-ছাত্রী ও শিক্ষক অভিভাবকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত জনতা বলেন, প্রধান শিক্ষক সাদন চন্দ্র সুশীল স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন এবং স্কুলের একাউন্ট থেকে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে চেকের মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেন। এছাড়াও আরো অনেক অনিয়মের অভিযোগ রয়েছে এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
মানববন্ধনে উপস্থিত সকলে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আইনি পদক্ষেপ গ্রহণ করতে এবং শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করে সুন্দর দেশ গঠনের অনুরোধ জানান।