বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপন: মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব
বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব, ওয়াগ্যেই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা, বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করেন। এই সময় তাঁরা আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ও নীতি অনুশীলন করেন।
মারমা সম্প্রদায়ের লোকেরা আজ ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল থেকে বান্দরবান সদরের বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, সোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান), এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন।
ওয়াগ্যেই পোয়েঃ উৎসবের পরবর্তী আয়োজনে, ১৮ অক্টোবর রাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জন এবং ২২ অক্টোবর বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। উল্লেখ্য, বান্দরবানে মারমা সম্প্রদায় শত শত বছর ধরে এই উৎসব পালন করে আসছে।