বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২০ জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জানুয়ারি) বিকালে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামার ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় ছেলেদের গ্রুপে বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে মেয়েদের গ্রুপে বান্দরবান সদর উপজেলার ঘুংঘুরুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে লামা ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।