বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রী যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে মন্তব্যে করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটি সভাপতি অমল কান্তি দাশ সঞ্চালনায় বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গত মানুষের কথা সবসময় চিন্তা করেন বলে পার্বত্য এলাকায় উন্নয়নের ধারা চলমান রয়েছে। তাই বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
এসময় রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজনে বন্যার ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৯০০ পরিবারের মাঝে নগদ ২ কোটি ৩৪ লাখ টাকা তুলে দেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীন, পৌর মেয়র শামসুল ইসলাম, রেড ক্রিসেন্ট সহ-সভাপতি আব্দুর রহিম, পরিবার ও পরিকল্পনা বিভাগে ডা.অংচালু, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ আরো অনেকে।
নিউজটি ভিডিওতে দেখুন: