বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট উৎসব
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদ্যাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব, অন্নকূট মহোৎসব।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে বান্দরবানের কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরে এ মহোৎসবের আয়োজন করা হয়, যেখানে অনুষ্ঠিত হয় নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা।
অন্নকূট উৎসবের সূচনা হয় শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার মাধ্যমে। এর পরপরই পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাবগত পাঠ, ভজন কীর্তন, রাজভোগ ও আরতি নিবেদনসহ পালা কীর্তন ও ধর্মীয় আলোচনা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবের সভাপতি রামানুজাচার্য দাস, আর আশীর্বাদ করেন কালাঘাটা শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের অধ্যক্ষ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান রাধা গিরিধারী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পাদ জয়দেব ভক্ত দাসসহ বিভিন্ন ধর্মীয় বক্তারা, যারা ভক্তদের ধর্মীয় জ্ঞান প্রদান করেন।
উৎসবে জেলা ও উপজেলার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
অন্নকূট উৎসবের তাৎপর্য
‘অন্নকূট’ শব্দের অর্থ ‘অন্নের পাহাড়’। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো ও ব্রাহ্মণের পূজার বিধান রয়েছে। দ্বাপরযুগে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের রক্ষা করতে গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন। পরবর্তীতে কলিযুগে মাধবেন্দ্রপুরিপাদ পুনরায় এই পূজার প্রচলন করেন।