বান্দরবানে বাঙালি ছাত্র পরিষদের ছাত্রসমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বালাঘাটাস্থ পূর্ব মুসলিম পাড়া এলাকায় বাংগালি ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মো: কামরান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি গিয়াস উদ্দীন, যুগ্ম সম্পাদক মো: আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মো: তাজ উদ্দীন, বান্দরবান কলেজ শাখার সেক্রেটারি মো: আবদুর রহিম প্রমূখ। সম্মেলনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ছাত্র সমাজের নৈতিক দাবীর প্রতি শ্রদ্ধা রেখে সরকারকে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাঙালি ছাত্র কোটা প্রতিষ্ঠা চাকুরী ক্ষেত্রে বৈষম্য দূর করে সাংবিধানিক সম-অধিকার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু, বয়সের ক্ষেত্রে বৈষম্য দূর করে বাঙালিদেরকে উপজাতীদের ন্যায় ৪০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকুরীতে অংশগ্রহণের সুযোগ প্রদানের জোর দাবী জানান। সমাবেশ শেষে মো: নুরুল ইসলাম কে সভাপতি ও ইয়ার হোসেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বালাঘাটা শাখা কমিটি গঠিত হয়।