বান্দরবানে “বাল্যবিবাহ নিরোধ ও প্রতিরোধের উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টি” শীর্ষক জুম মিটিং


বান্দরবানে “বাল্যবিবাহ নিরোধ ও প্রতিরোধের উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টি” শীর্ষক জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০অক্টোবর) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং তার অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে।এসময় তিনি বান্দরবানে বাল্যবিবাহ নিরোধকল্পে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। টেকসই উন্নয়ন ২০৩০ অর্জনের লক্ষ্যে বাল্যবিবাহ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি সকলকে অবহিত করেন।
অনুষ্ঠিনে বিশেষে অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল উপস্থিত ছিলেন।