parbattanews

বান্দরবানে বাড়ছে করোনা! আরো ৪ জন পজেটিভ শনাক্ত

বান্দরবানে বাড়তে শুরু করেছে মহামারী করোনাভাইরাস। একদিনের ব্যবধানে আরো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে জেলায়। আক্রান্ত চারজনের মধ্যে জেলা সদরের ২জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ১জন ও লামা উপজেলার ১জন।

বৃহস্পতিবার (২৮ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে পাওয়া টেস্ট রিপোর্টের পর বান্দরবান সিভিল সার্জন দপ্তরের সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে করোনা পজেটিভ হওয়া রোগী উখিয়া শরণার্থী ক্যাম্পের ঠিকানায় নমুনা দিয়েছেন। এর আগেও ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মধ্যমপাড়া এলাকার নুরুল বশর (৩৮) ও জামাল উদ্দিন (১১) নামে দুইজন করোনা পজেটিভ হয়।

বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান- আক্রান্ত চারজনের মধ্যে একজন শরণার্থী ক্যাম্পের ঠিকানায় নমুনা দিয়েছেন। বাকী তিনজন জেলা সদর ও লামা এলাকার। তাদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বুধবার (২৭ মে) বান্দরবান সদরে ২জন, রোয়াংছড়ি উপজেলায় ১জন ও রুমা উপজেলায় ১জনসহ মোট চারজন করোনা পজেটিভ হয়।

Exit mobile version