parbattanews

বান্দরবানে বিএনপির ৯০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা নিশ্চিতের দাবিতে কর্মসূচি পালনকালে ‘বেআইনি সমাবেশ ও যানবাহন ভাঙচুর’র অভিযোগে বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি গোলাম সারোয়ার।

মামলায় জেলা বিএনপির সভানেত্রী মা ম্যাচিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, জেলা যুবদল দল নেতা সেলিম রেজা, উক্যচিং মারমা, মো. শাহাদাত, মো. ইউসুফ, মো. কাশেমসহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ জুন) সদর থানার এস আই মিজানুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার অভিযোগ, পুলিশ তাঁদের শান্তি পূর্ণ আন্দোলনে লাঠিপেটা করে কয়েকজনকে আহত করেছে। পাশাপাশি পাঁচজনকে আটক করেছে। উল্টো বিএনপির নেতা-কর্মীদেরকেই আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের বাধা ও মামলা হামলার ভয়ে বিরোধী দল কোনো কর্মসূচিই পালন করতে পারছে না। অবিলম্বে নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

তবে ওসি গোলাম সারোয়ার বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীর লিখিত আবেদনের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করা হবে।

Exit mobile version