parbattanews

বান্দরবানে বিজিবির ১৬তম সেক্টর উদ্বোধন

কামরান ফারুক, বান্দরবান প্রতিনিধি

 বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১৬তম সেক্টরের উদ্বোধন হয়েছে। জেলার মায়ানমার সীমান্তবর্তী রুমা এবং থানছি উপজেলার নতুন দুটি বিজিবি ব্যাটালিয়ন নিয়ে এই সেক্টরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে বান্দরবান বিজিবি সেক্টরের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন না হওয়ায় অস্থায়ীভাবে বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ১৬তম সেক্টরের কার্যক্রম চলবে। জানা গেছে, বান্দরবান সদরের ছাইগ্যা এলাকায় বিজিবির সেক্টর দফতর হবে। সেখানে অবকাঠামো নির্মাণের পর ১৩তম সেক্টরের কার্যক্রম চলে আসবে। বিজিবি বান্দরবান সেক্টরের দায়িত্ব পেলেন কর্নেল আহসান ফরিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তা ও বিজিবির সিনিয়র অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য পার্বত্য বান্দরবানে বিজিবির দপ্তর ও র‌্যাব এর দপ্তর স্থাপনের দাবী দীর্ঘ দিনের।  

Exit mobile version