parbattanews

বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার (৫ ডিসেম্বর) পার্বত্য জেলা বান্দরবানে বিশ্ব মুত্তিকা দিবস পালিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা কেন্দ্র যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বিশ্ব মৃত্তিকার দিবস উপলক্ষে সকালে বান্দরবান কালক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দাউদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম এবং বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে ‘মৃত্তিকা দূষণ, ক্ষতিকর প্রভাব এবং করণীয় অনুশাসন’ শীর্ষকমূলক প্রবন্ধ উপস্থাপন করেন।

Exit mobile version