বান্দরবানে বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বান্দরবান বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকা‌রের নৌপরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।আজ (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর বৌদ্ধ অনাথালয়ে চারপাশ ঘুরে দেখেন।পরে বৌদ্ধ অনাথালয় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপ‌দেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান,বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, মেজর শায়েখ উজ জামান, জিএসও-২ (ইন্ট) ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাস। বৌদ্ধ অনেক সভাপতি পঞঞানন্দ মাহথের ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বান্দরবানে কর্মরত থাকা অবস্থায় আমি এই অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলাম এবং সার্বিকভাবে সহযোগিতা করতাম। আজ দীর্ঘ অনেক বছর পর নিজের গড়া প্রতিষ্ঠান আবার পুনরায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস এই অনাথ আশ্রমের ছেলে মেয়েরা একদিন ভালো অবস্থানে যাবে এবং বান্দরবানের গৌরব উজ্জ্বল করবে। পরিশেষে সকল অধিদপ্তরকে এই অনাথ আশ্রম এর পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন