বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

fec-image

বান্দরবানে করোনা ভাইরাস এর সংক্রমণ বৃদ্ধিতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বান্দরবান শহর, বালাঘাটা, কালাঘাটার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী রতন কুমার অধিকারী ও মোহাম্মদ জাকির হোসাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এই সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন জনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে স্বাস্থ্যবিধি না মানায় একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয় এবং নিজে সুস্থ থাকার জন্য ও অন্যকে করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য সকল রকম স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, বান্দরবান, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন