বান্দরবানে মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার, নিখোঁজ ম্রো যুবক
বান্দরবানে ঝিরি থেকে অজ্ঞাতনামা একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গত পাঁচদিন ধরে য়ংরে ম্রো নামে এক যুবক নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরে শেরে বাংলা নগরে ম্যাকছিঃ ঝিরি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে শশ্মানে পাশে ঝিরিতে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। এছাড়াও লাশের দেহটা মাথাবিহীন। পরে ঝিরি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
অন্যদিকে গত পাঁচদিন ধরে বসন্ত পাড়া গ্রামে য়ংরে নামে ম্রো যুবক অপহরণ হয়েছে। এখনো সেই তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার দিন বিকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটি শশ্মানের পাশে ইব্রাহিম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজে এক যুবক রেখে যায় বলে গ্যারেজ শ্রমিকরা জানিয়েছে। পুলিশ এসে সেই মোটরসাইকেল থানায় নিয়ে যায়। তবে উদ্ধারকৃত অর্ধগলিত লাশ ম্রো যুবক নয় বলে দাবি করেছে গ্রামবাসীরা।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, অর্ধগলিত লাশ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে। তবে নিখোঁজ হওয়া ম্রো যুবকের নামে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।