parbattanews

বান্দরবানে মানবতার সেবায় অসহায় দুস্থ মানুষের পাশে সেনা রিজিয়ন

মহামারী করোনাভাইরাস এর এই সংকটময় মুহূর্তে পার্বত্য বান্দরবানের সকল দুস্থ অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে ইসলামপুর টাংকি পাহাড় মুসলিম পাড়া, লাঙ্গড়ী পাড়া, মেঘলা তালুকদার পাড়া, হাফেজ ঘোনা পাড়া, লেমুঝিঁরি পাড়া, টাউনহল পাড়া, বান্দরবান এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে লকডাউনে থাকা ৬০টি অসহায় ও দুসহ পরিবারের মাঝে প্যাকেট ত্রাণ সামগ্রী (চাল-০৫ কেজি, ডাল-০২ কেজি, আটা-০২ কেজি, ছোলা-০১ কেজি, তেল-০.৫ লিটার, লবণ-০১ কেজি এবং চিনি-০১ কেজি) বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা বিপর্যয়কালে সাধারণ মানুষের পাশে থেকে পার্বত্য অঞ্চলে সুনাম অর্জন করেছে। বিশেষ করে করোনা মহামারীতে ১ (এক) মিনিটের বাজার পরিচালনাসহ বিভিন্ন উৎসবে সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যা সত্যিই প্রশংসনীয় ।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

Exit mobile version