parbattanews

বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

বান্দরবান বাজারে নিত্য ও ভোগ্য পণ্য সমূহের বাজার দর স্থিতিশীল রাখাসহ জনসচেতনতা সৃষ্টিকরণের লক্ষ্যে স্থানীয় সরকার পৌরসভা আইনের ১০৮ এর ১৯ ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সহকারী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এর পরিচালনায় মঙ্গলবার (১৪ মে) বিকেলে বান্দরবান বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।

এসময় বৈধ কাগজপত্র ও ট্রেড লাইসেন্স না থাকায় হাজী ইসহাক স্টোরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান স্যানিটারি কর্মকর্তা সুশিলা কর্মকার।

এসময় সহাকারী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাজারস্থ সকল দোকানীসহ উপস্থিত ক্রেতাসাধারণকে স্থানীয় সরকার আইন যথাযথ পরিপালনের জন্য সার্বিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি আশেপাশের অন্যান্য দোকান ও হোটেলগুলোকেও সর্তক করেন।

এসময় তিনি বলেন, দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়তই

হোটেল থেকে খাবার খেয়ে থাকি, কিন্তু তা কি পরিবেশে রান্না করছে তা আমরা জানি না, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এই সব খাবার খেয়ে সাধারণ জনগণকে নানা রোগে ভুগতে হয়। তাই ভাল পরিবেশে রান্না করা খাবার খেয়ে যাতে সবাই সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রেখে হোটেলের মালিকদের ভাল পরিচ্ছন্ন পরিবেশে খারার রান্না করার আহব্বান জানানো হয়। সেই সাথে সকল দোকান ও প্রতিষ্ঠানে সকল বৈধ কাগজপত্র রাখার জন্যও বলেন।

Exit mobile version