parbattanews

বান্দরবানে রেস্তোরা মালিক সমিতির কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের সহকারী ভ্যাট কমিশনার নূরে হাসনা সানজিদাকে প্রত্যাহার ও রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের প্রতিবাদে রেস্তোরা মালিকদের ডাকা শুক্রবারের দিনব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি স্থগিত করেছে রেস্তোরা মালিক সমিতি।

মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। বুধবার সকালে জেলা প্রশাসকের অনুরোধে ও সমস্যা সমাধানের আশ্বাসে ব্যবসায়ীরা এ কর্মসূচি স্থগিত করে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।

তারা জানান, ভ্যাট আদায় করতে গিয়ে ব্যবসায়ী প্রতিনিধের সাথে অসৌজন্য আচরণ ও হয়রানির অভিযোগ এনে শুক্রবার শহরের সবধরনের হোটেল রেস্তোরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসায়ীরা।

রেস্তোরা মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন জানান, সমস্যা সমাধানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মসূচি আপাতত স্থগিত করেছি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা সমাধান করা না হলে পুনরায় কর্মসূচির ডাক দেয়া হবে।

Exit mobile version