parbattanews

বান্দরবানে র‌্যাবের অভিযানে ৪টি পপি বাগান ধ্বংস

বান্দরবানের রুমায় ৪টি পপি বাগান ধ্বংস করেছে র‌্যাব। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৭ এর একটি দল এই অভিযান চালায়।

র‌্যাব ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের ক্যাওক্রাডং
পাহাড়ের দুই কিলোমটার পাহাড়ে ছড়া-ঝিরির পাশ্ববর্তী এলাকায় গড়ে তোলা ৪টি পপি
বাগানের সন্ধ্যান পেয়ে, র‌্যাব সদস্যরা পাহাড়ে অভিযান চালিয়ে পপি বাগান ধংস করে দেয়। উৎপাদিত পপি গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাব-৭ অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান, মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জনপদের পাহাড়ে নিষিদ্ধ পপি চাষ বন্ধে অভিযান চালানো হয়েছে। ক্যাওক্রাডং পাহাড়ের কয়েক কিলোমিটার দূরে পাওয়া ৪টি পপি বাগান ধংস করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী রুমা থানচি ও আলীকদমের দুর্গম এলাকায় স্থানীয় পাহাড়ি ও কিছু দুবৃবত্ত দীর্ঘদিন থেকে পপি চাষ করে আসছে। পপি বাগান থেকে উৎপাদিত আফিম সীমান্ত দিয়ে মিয়ানমার ও ভারতে পাচার হয়ে থাকে বলে স্থানীয়রা জানিয়েছে

Exit mobile version