বান্দরবানে শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ

fec-image

বান্দরবানে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে ।

দিনটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট)সকালে বান্দরবান জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন, আলোচনা সভা, কৃষি সরঞ্জাম বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ, মৎস্য পোনা বিতরণ ও অবমুক্তকরণ‘সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার‘সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন সকল আপামর জনসাধারণের দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ৯ মাস পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের লাল সূর্য অর্জন করেছি । আর এই দিনে মৃত্যুবরণ করেছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাকে বাঙালি জাতি স্মরণ রাখতে শ্রদ্ধাভরে এই জাতীয় শোক দিবসের আয়োজন করা হয় প্রতিবছর।

তাই অতিথিরা পরিশেষে বলেন বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের অন্তরে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু, বান্দরবান, বৃক্ষরোপণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন