parbattanews

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উওরায়ণ সংক্রান্তি উদযাপন

সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উওরায়ণ সংক্রান্তি উপলক্ষে পার্থ সারথি পূজা গীতা পাঠ ও তুলসী দান অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান গীতা আশ্রম নোয়াপাড়ার আয়োজনে আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতি মিন্টু সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৃজন ধর, অর্থ সম্পাদক অর্জুন দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান জেলার প্রতিটা গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

উৎসবে বিশ্বের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় ঊষা কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পার্থ সারথি পূজা, গীতা পাঠ , তুলসী দান ও মহা প্রসাদের আয়োজন করা হয়।

উল্লেখ্য, পৃথিবীর সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করে তার জন্য প্রত্যেক বছর শুভ একটি দিন ও লগ্নে সনাতন ধর্মালম্বীরা এই উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন করে থাকে এবং গীতা পাঠের মাধ্যমে মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়।

তাই এই দিনটি খুব ভালো ও মঙ্গলময় একটি দিন হিসাবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিচিত।

Exit mobile version