parbattanews

বান্দরবানে সাত উপজেলার বিজয়ীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় নির্বাচনে বিজয়ীদের গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮মার্চ) নির্বাচন কমিশন প্রার্থীদের নাম, ঠিকানাসহ নির্বাচিত সাত উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ করেন।

সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে জেলার সাত উপজেলায় চেয়ারম্যান পদে জিতেছে নৌকা প্রতীকের ৬জন ও স্বতন্ত্র ১জন।

এছাড়াও নির্বাচনে সাত ভাইস চেয়ারম্যান ও সাত জন মহিলা নির্বাচিত হয়েছেন।

গেজেট প্রকাশ হওয়া জনপ্রতিনিধিরা হলেন- বান্দরবান সদর চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পুরুষ ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, পুরুষ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরাউ মারমা।

থানচি উপজেলা চেয়ারম্যান থাওয়াইহ্ণামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোওয়াই র্মামা (পকশৈ) মহিলা ভাইস চেয়ারম্যান মেনুপ্রু র্মামা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, পুরুষ ভাইস চেয়ারম্যান মংলা মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার এবং রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিং প্রু মারমা।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন।

Exit mobile version